র্যাগিংয়ের প্রতিবাদে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের জয়বাংলা ভাস্কর্যের সামনে জড়ো হন বিভিন্ন বিভাগের কয়েকশ' শিক্ষার্থী। তারা র্যাগিংয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে সেখানে মানববন্ধন করা হয়। বিভিন্ন সময় র্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের শারিরীক, মানসিক নির্যাতন ও হেনস্থা বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। র্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও জোর দাবি জানান তারা।
গত ৬ ফেব্রুয়ারি র্যাগিংয়ের শিকার হয়ে বিশ্ববিদ্যালটির প্রথম বর্ষের দুই শিক্ষার্থীর অসুস্থ হওয়ার অভিযোগ ওঠে।
Tag: Zilla News
No comments: