Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে চীনের শুল্ক হ্রাস




করোনা ভাইরাসের চ্যালেঞ্জের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১ হাজার ৭১৭টি পণ্যে শুল্কের হার অর্ধেক করেছে চীন। চীনা কর্মকর্তারা জানিয়েছেন, কিছু কিছু পণ্যে শুল্ক ৫ থেকে ১০ শতাংশ কমানো হয়েছে। আর অন্য কিছু পণ্যে কমানো হয়েছে ৫ থেকে ২.৫ শতাংশ। দীর্ঘ সময় ধরে এই দুটি দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের কারণে আমদানি করা পণ্যগুলোর উপরে শুল্ক আরোপ করছিল দুই দেশই। বাণিজ্য যুদ্ধের এই আংশিক সমাধানটির সিদ্ধান্ত গত মাসে নেওয়া হয়, তখন চীন যুক্তরাষ্ট্র থেকে আসা ২০০ বিলিয়ন মার্কিন ডলারের কিছু পণ্যের প্রচারণা করবে বলে জানায়। সেই ‘ফেজ ওয়ান’ চুক্তির প্রথম প্রতিক্রিয়া হলো চীনের শুল্কহার কমানোর এই ঘোষণা। চলতি বছরে খুবই চাপের মধ্যে রয়েছে চীনের অর্থনীতি। করোনা ভাইরাসের প্রভাবে আরো বেশি পথচ্যুত হচ্ছে সেখানকার অর্থনীতি। দেশব্যাপী অনেক অনেক ফ্যাক্টরি বন্ধ রয়েছে। ফলে বন্ধ হয়ে পড়েছে অনেক কিছুর উৎপাদন। বিজ্ঞাপন বিজ্ঞাপন চীনে আসা ৭৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যের উপর থেকে শুল্ক কমানোর প্রভাব দেখা যাবে আগামী ১৪ই ফেব্রুয়ারি। আরো ৩৫ বিলিয়ন ডলারের পণ্যের উপর শুল্ক থাকছেই। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রও কিছু চীনা পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেবে। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধ নিয়ন্ত্রণে এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক বিবৃতিতে চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সুস্থ ও স্থায়ী অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলাই এই পদক্ষেপের উদ্দেশ্য। সিনিয়র চীনা অর্থনীতিবিদ জুলিয়ান ইভানস-প্রিটচার্ড বলেন: তারা হয়তো ব্যবসায় সুনাম দেখাতে চাইছে এবং বাণিজ্য দুশ্চিন্তা কমাতে চেষ্টা করছে। করোনা ভাইরাস যদিও যুক্তরাষ্ট্র থেকে আমদানির ক্ষেত্রে খানিকটা প্রভাব ফেলছে। এরই মধ্যে এই খবরের প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে। এই ঘোষণার পরে হংকংয়ের হ্যাং সেং এবং জাপানের নিক্কেই ২২৫ এর দাম বেড়েছে ২.৬ শতাংশ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply