স্বশাসিত প্রতিষ্ঠানের অর্থ কোষাগারে জমা সংক্রান্ত বিল সংসদে পাস
স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন-ফাইন্যানশিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত বিভিন্ন সরকারি সংস্থার তহবিলের অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল- ২০২০ জাতীয় সংসদে আজ পাস হয়েছে।
অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে স্বায়ত্তশাসিতসহ স্বশাসিত সরকারি সংস্থাসমূহ নিজেদের পরিচালন ব্যায় ও নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন ব্যয়ের বাইরে নিজস্ব তহবিলের উদ্বৃত্ত অর্থ প্রতি অর্থবছর শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেয়ার বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে এসব সরকারি সংস্থাসমূহকে নিজস্ব তহবিল সম্পর্কে তথ্য প্রদান বাধ্যতামূলক করার বিধান করা হয়েছে। বিলে সঠিক তথ্য প্রদান না করলে ওই সংস্থার সংশ্লিষ্টি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধানেরও প্রস্তাব করা হয়েছে।
বিলে এসব সরকারি সংস্থাসমূহ তাদের নিজস্ব তহবিলে আপৎকালীন পরিচালনা ব্যয় হিসাবে মোট বাৎসরিক ব্যয়ের শতকরা ২৫ ভাগ অর্থ অতিরিক্ত জমা রাখতে পারবে বলে বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে এসব সংস্থার নিজস্ব পেনশন ও ভবিষৎ তহবিল পৃথকভাবে পরিচালনা করতে পারবে বলেও বিধানের প্রস্তাব করা হয়। এছাড়া বিলে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলের তফসিলে স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিতসহ স্বশাসিত মোট ৬১টি সংস্থাকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব করা হয়েছে।
No comments: