চীনে থাকা বাংলাদেশিরা নিরাপদে আছেন: চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
করোনাভাইরাসের কারণে চীনে আটকেপড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন। কিছু বিশ্ববিদ্যালয়ে শুরুতে খাবার সংকট থাকলেও,এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।
মাহবুব উজ জামান বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে দূতাবাস। উহানে খাবার ও পানি সরবরাহ আগের চেয়ে ভালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকেও খাবার পৌঁছে দেয়া হচ্ছে।
এসময়, বাংলাদেশি শিক্ষার্থীদের ধৈর্য্য ধরে ডরমেটরিতে থাকার পরামর্শ দিয়েছেন, রাষ্ট্রদূত মাহবুব উজ জামান।
No comments: