ভুলে ভরা প্রশ্নপত্রে গাফিলতি খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী
ভুলে ভরা ও পুরনো প্রশ্নপত্রে এবারের এসএসসির বাংলা পরীক্ষা নেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের গাফিলতি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি বিবেচনায় নিয়েই উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই সব গাইড বই, নোট বই ব্যবহার বন্ধ করা হবে। এছাড়া গাইড বই, নোট বই বন্ধে যথাযথ উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।
No comments: