বাংলাদেশে ফেরা চীনাদের মেডিক্যাল ক্যাম্পে থাকতে হবে
পদ্মাসেতু প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের মধ্যে যারা নিজেদের দেশে গিয়েছেন বাংলাদেশে ফেরার পর তাদেরকে দুই সপ্তাহ মেডিক্যাল ক্যাম্পে থেকে চিকিৎসা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন নির্দেশনার কথা জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন: ‘পদ্মাসেতু প্রকল্পে কাজ করছে এমন চীনা নাগরিকদের মধ্যে যারা এরই মধ্যে নিজের দেশের গিয়েছে, বাংলাদেশে ফেরার পর তাদের ১৪ দিন মেডিক্যাল ক্যাম্পে থাকতে হবে।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মন্ত্রী জানান, বড়পুকুরিয়া, পায়রা বিদ্যুৎকেন্দ্র এবং পদ্মাসেতুতে কর্মরত ২০ জন চীনা নাগরিক নিজ নিজ কর্ম এলাকার কোয়ারেন্টাইনে আছে। সারাদেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও আলাদা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।
গত শনিবার সকালে চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে ১৫ শিশুসহ ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।
এদের মধ্যে ৭ জনের শরীরে জ্বর থাকায় তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগে থেকে প্রস্তুত রাখা ‘আইসোলেশন ওয়ার্ডে’ ভর্তি করা হয়। বাকিদের হজ্জ ক্যাম্পের তৃতীয় তলায় ৫, ৬, ৭ ও ৮ নম্বর ডরমেটরিতে রাখা হয়।
শেয়ার করুন:
Tag: world
No comments: