পারটেক্সের এমএ হাশেম ও তার পরিবারের নামে ৭০ কাঠার প্লট কেন বাতিল নয়: হাইকোর্ট
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এমএ হাশেম ও তার পরিবারের সাতজনের নামে রাজউক কর্তৃক ১০ কাঠা করে ৭০ কাঠার বরাদ্ধকৃত প্লট কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
আদালত বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের টাকায় কেনা জমি অধিগ্রহন করা হয়। আবার ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে হয়রান হতে হয়। আর সেই জমি রাজউক এভাবে এক পরিবারের সাত সদস্যের নামে বরাদ্ধ দেয়াটা কতটা যুক্তিযুক্ত।
বিঞ্চুপদ পদ নামে সরকারি এক কর্মকর্তা বৈধ আবেদনকারী হওয়া সত্ত্বেও প্লট না দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করে আদালত। রুলে তাকে কেন প্লট বরাদ্ধ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুল শুনানিতে এম এ হাশেমের পরিবারের সদস্যদের প্লট পাওয়ার তথ্য উঠে আসে।
রিট আবেদনের পক্ষে বাকিরউদ্দিন ভূঁইয়া ও রাজউকের পক্ষে মো. ইমাম হোসেন শুনানি করেন। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে।
Tag: others
No comments: