দ্রুত পরিবর্তন ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির বাধা: সালমান এফ রহমান
বিশ্বব্যাপি প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটাল বান্ধব ইকোসিস্টেম তৈরিতে ভিশন- ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তবে সব বাধা অতিক্রম করে প্রযুক্তি বান্ধব দেশ গড়তে অবকাঠামো নির্মাণসহ সরকার সবধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি।
এ সময় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নীতিমালা, অর্থায়ন, উদ্ভাবন এবং কান্ট্রি ব্র্যান্ডিং ফ্রেমওয়ার্কসহ মোট ১০টি আলাদা আলাদা প্রস্তাব তুলে ধরেন বক্তারা। এছাড়া ব্যংকিং এবং নন ব্যংকিং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ফান্ড অব ফান্ডস সুবিধার জন্যও নীতিমালা পরিবর্তনের প্রস্তাব করেন তারা।
No comments: