Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ১৪ রানে ভারতের পাঁচ উইকেট নিল বাংলাদেশ




টস জিতে বল করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দারুণ শুরু করে। শুরুর দুই পেসার শরিফুল ইসলাম এবং তানজিম সাকিব চাপে ফেলে দেয় ভারতকে। রান তুলতে হাঁসফাঁস করা ভারতের ওপেনার দিপায়ন সাক্সেনা শট খেলতে গিয়ে অভিষেক দাসের বলে আউট হন। এরপর ফেরেন তিলক ভার্মা। ওপেনার জয়সওয়াল ও সিদ্বেশ বিরকে ফিরিয়ে জোড়া আঘাত দেন শরিফুল। এরপর রান আউটে ভারত হারায় আরও দুই উইকেট। শেষ ১৪ রানে ভারতের পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ভারত ৪৪.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে ব্যাট করছে। সুশান্ত মিশ্রা এবং কার্তিক ত্যাগি ক্রিজে আছেন। উইকেটরক্ষক জুরেল ২২ রানে রান আউটে কাটা পড়েছেন। এর আগে সেমিফাইনালে সেঞ্চুরি করা ওপেনার জয়সাওয়াল ফাইনালে ৮৮ করে আউট হয়েছেন। তিনে ব্যাট করতে নামা তিলক ভার্মা ৩৮ রান করে আউট হয়েছেন। অন্য ওপেনার সাক্সেনা ফিরেছেন ১৭ বলে ২ রান করে। সিদ্ধেশ বির গোল্ডেন ডাক মেরেছেন শরিফুলের বলে। সকালের উইকেটের আদ্রতার সুবিধা নিতে শুরুতে টস জিতে বল করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন যুবা অধিনায়ক আকবার আলী। সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন শরিফুল-সাকিবরা। ফাইনালে ভারতের বিপক্ষে একাদশে এক পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বাঁ-হাতি অফ স্পিনার হাসান মুরাদের জায়গায় পেসার অভিষেক দাস ঢুকেছেন একাদশে। তবে ভারত অপরিবর্তিত দল নিয়ে খেলছে। বাংলাদেশ যুব একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, মাহমুদুল জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসাইন, শামিম হোসাইন, অভিষেক দাস, আকবর আলি, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ তামিম। ভারত যুব একাদশ: জ্বসবী জয়সাওয়াল, দিপায়ন সাক্সেনা, তিলক ভার্মা, দারুভ জুরেল, প্রায়াম গার্গ, সিদ্বেশ বির, আর্থাবা অঙ্কলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্রা, কার্তিক ত্যাগি, আকাশ সিং।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply