বাংলাদেশিদের ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
আত্মীয়, স্বজন ও দেশের স্বার্থে, উহানসহ চীনের করোনা আক্রান্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি। এ সময় অসুস্থ হলে সে দেশেই চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আসা চীনা নাগরিকদের বাংলাদেশে আসতে হলে ভিসা নেয়ার পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। এছাড়া অন অ্যারাইভ্যাল ভিসায় কেউ প্রবেশ করতে পারবে না।
তিনি আরও বলেন, স্বল্প সময়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটস আমদানি করা হয়েছে। তাছাড়া দেশে এখনো করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হয়নি। হাসপাতাল চিকিৎসক নার্স প্রস্তুত। করোনা ভাইরাস দেখা দিলেও ছড়িয়ে যাওয়া রোধে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
এ সময় মাস্ক ব্যবহারের ব্যাপারে তিনি বলেন, সুস্থ ব্যক্তিকে এই মুহূর্তে মাস্ক পড়ার কোন প্রয়োজন নেই।
প্রাণঘাতী এ করোনা ভাইরাসে চীনের মূল ভূখণ্ড ও এর বাইরে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে। একদিনেই মৃত্যু হয়েছে ৭০ জনের। বুধবার (৫ ফেব্রুয়ারি) চীনে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৯৮৭ জন।
No comments: