Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সুপার ওভারে দুই বোলার!




ক্রিকেটে এখন ঘনঘনই সুপার ওভারের দেখা মিলছে। নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজে সুপার ওভার দেখা গেছে টানা দুই ম্যাচে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া নারী দলের মধ্যকার ম্যাচও গড়িয়েছে সুপার ওভারে এ পরিস্থিতিতে সুপার ওভারের নিয়মকানুন নিয়েও আলোচনা হচ্ছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমানে কোচিং পেশায় যুক্ত টম মুডি যেমন সুপার ওভারে দু’জন বোলার ব্যবহার করার প্রস্তাব দিলেন। সুপার ওভার নিয়ে হঠাৎ আলোচনা শুরুর কারণ নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজ। সদ্য শেষ হওয়া এ সিরিজে তৃতীয় ও চতুর্থ ম্যাচের নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে। এছাড়াও সম্প্রতি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া নারী দলের মধ্যকার ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। আর ইংল্যান্ড বিশ্বকাপের সুপার ওভার তো এখনও জ্বলজ্বলে স্মৃতি। এসব কিছু আমলে নিয়েই কিনা মুডি টুইট, সব সুপার ওভার দেখে আমার পরামর্শ- এক, সুপার ওভারে নতুন করে টস করা হোক। দুই, সুপার ওভারে বোলিং দল দুজন বোলার বাছাই করবে, যারা ৩টি করে বল করবে। মুডির এ টুইটে নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকলেনেহান লেখেন, ঠিক আছে। আবার ম্যাচের মেজাজ বুঝে দু’জন বোলারকে যেকোনো সময় ব্যবহার করা যেতে পারে। সুপার ওভারে খেলার পরিস্থিতি ও ব্যাটসম্যান বুঝে দু’জন বোলারকে বলে পরিবর্তন করানোরও সুযোগ থাকা হোক। নিয়ম অনুযায়ী, ম্যাচে পরে ব্যাট করা দল সুপার ওভারে আগে ব্যাট করে থাকে। মুডির মতে, এটা সমাধান হওয়া উচিত টসে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply