Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলার আয়োজন




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলার আয়োজন পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, উদ্ভিদের বংশ বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে। পরিযায়ী পাখিদের রক্ষা করতে হবে দিতে হবে নিরাপদ পরিবেশ। এমন বান্তবতায় ২০০১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় পাখি মেলা। ২০ বছরে এসে গত ২৪ জানুয়ারী শুক্রবার 'পাখ-পাখালি দেশের রত্ন সবাই মিলে করি যত্ন' এই শ্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল পাখি মেলা। অনেকটাই সফল মেলার উদ্দেশ্য। মেলা উপলক্ষে দিনব্যাপী ছিল নানা আয়োজন পাখি অংকন পাখি দর্শন, পাখি চেনা সবই ছিল পাখি রক্ষায় সচেতনতা তৈরীর জন্য। শীত আসলেই যেন পূর্ণতা পায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পরিযায়ী পাখি আর হাজার দর্শনার্থীর পদচারণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দর্শনার্থীরাও মন ভরে উপভোগ করেন লাল শাপলার ফাঁকে নানান পাখিদের জলকেলি, কিচির-মিচির, ডুবসাঁতার আর উরাউড়ি। অনেকেই আসছেন পরিবার পরিজন ও শিশুদের নিয়ে। পাখি বিশেষজ্ঞদের মতে নিজ দেশে প্রচন্ড শীত আর খাদ্যের আভাব ক্রমশ বাড়ছে পরিযায়ী পাখি সংখ্যা। এক সময় ৭০/৮০ প্রজাতির পাখি আসলেও এবার মাত্র সাত থেকে আট প্রজাতির পাখি এসেছে জাহাঙ্গীরনগরের এই লেকগুলোতে । শীতের সময় হাঁসের খামার গুলো স্থানান্তর করা হয় হাওরাঞ্চলে। অতিথি পাখির আগমন ঘটে সেখানেও। পরিযায়ী পাখি পরিবেশের ভাসাম্য রক্ষার অন্যতম নিয়ামক অন্যদিকে নানা রোগ জীবানুর বাহক ও বটে। এক্ষেত্রে নানা রোগব্যাধি ছড়ানোর সম্ভাবনার কথা বলছেনই পাখি বিশেষজ্ঞরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply