ভিন্ডম্যানকে ‘ভীষণ অবাধ্য’ বললেন ট্রাম্প
মার্কিন প্রতিনিধি পরিষদে অভিশংসনের পক্ষে সাক্ষ্য দেয়া ইউক্রেন বিশেষজ্ঞ লেফট্যানেন্ট আলেক্সান্ডার ভিন্ডম্যান ভীষণ অবাধ্য ছিলেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অবাধ্য কর্মকর্তাকে বহিষ্কার করে তিনি ঠিক কাজ করেছেন বলে জানান। সাক্ষ্য দেয়া দুই শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কারের পক্ষে সাফাই গেয়ে বেশ কয়েকটি টুইট বার্তায় এ মন্তব্য করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে স্বাভাবিক কথপোকথনকে ভিন্ডম্যান ভিন্ন খাতে প্রবাহিত করেছেন বলেও অভিযোগ তার। ট্রাম্প ইইউতে মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ডকেও চাকরি থেকে সরিয়ে দেন। বুধবার প্রতিনিধি পরিষদের আনা দু'টি অভিযোগ থেকে ট্রাম্পকে খালাস দেয় মার্কিন সিনেট।
অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পরই কর্মকর্তা ছাটাইয়ের আভাস দেন ট্রাম্প।
Tag: world
No comments: