জমি দখলে বাধা দেয়ায় শিক্ষিকাকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন
রাস্তা তৈরির নামে অনুমতি না নিয়ে জমি দখলের প্রতিবাদ করায় ভারতের পশ্চিমবঙ্গের এক স্কুল শিক্ষিকা ও তার বোনকে পায়ে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে লাঞ্ছিত ও মারধর করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গের এই ভয়াবহ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন নারীকে মারতে মারতে মাটিতে ফেলে হাঁটুতে দড়ি বেঁধে গ্রাম্য একটি রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে একদল লোক। দলটির নেতৃত্বে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান অমল সরকার।
এ ঘটনায় বাধা দিতে এলে ওই নারীর বোনকেও মাটিতে ফেলে হাত ধরে একইভাবে টেনে নিতে এবং নির্যাতন করতে থাকে দলটি।
নির্যাতনের শিকার কোলকাতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে দক্ষিণ দিনাজপুর জেলার ফাতানগর গ্রামের অধিবাসী স্মৃতিকণা দাস কাছেই একটি হাই স্কুলে শিক্ষকতা করেন। তিনি ও তার বড় বোন সোমা দাস অভিযোগ করেন, প্রাথমিকভাবে তাদেরকে জানানো হয়েছিল, তাদের বাসার সামনে নির্মাণাধীন রাস্তাটি ১২ ফুট চওড়া হবে। সেটির জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু ছাড়তে তারা তখনই রাজি হয়ে যান।
কিন্তু পরে যখন পঞ্চায়েত হুট করেই সিদ্ধান্ত নেয় রাস্তাটি ২৪ ফুট চওড়া করে নির্মাণ করা হবে, তখনই প্রতিবাদ করেন এই দুই বোন। কেননা এ ব্যাপারে তাদেরকে আগে কিছু জানানো হয়নি। তাছাড়া ১২ ফুটের বদলে ২৪ ফুট রাস্তা হওয়া মানে তাদের জমির দ্বিগুণ অংশ ছাড়তে হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফলে শুক্রবার তাদের বাসার সামনে বুলডোজার ও রোডরোলার নিয়ে শ্রমিকরা রাস্তা তৈরির কাজ শুরু করলে স্মৃতিকণা ও সোমা বাধা দেন। আর তার ফল হিসেবেই এমন নির্যাতনের শিকার হন তারা।
এ ঘটনার পর এলাকাবাসীরা দুই বোনকে হাসপাতালে নিয়ে যান। বড় বোন সোমা দাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া গেলেও স্মৃতিকণাকে রোববার পর্যন্ত হাসপাতালে রেখে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় রোববার তৃণমূল জেলা প্রধান অর্পিতা ঘোষ অমল সরকারকে তার পদ থেকে বহিষ্কার করে ঘোষণা দেন।
কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
Tag: world
No comments: