পূর্ব ঘোষণা ছাড়াই ফের পানির দাম বাড়িয়েছে খুলনা ওয়াসা
কোনো ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই ফের পানির দাম বাড়িয়েছে খুলনা ওয়াসা। সংস্থাটির ৬৬তম বোর্ড সভায় ২০ শতাংশ হারে দাম বৃদ্ধির প্রস্তাব অনুমোদন হয়। জানুয়ারি মাসে বর্ধিত বিলের বিষয়ে খোঁজ নিতে গিয়ে অতিরিক্ত দাম বৃদ্ধির বিষয়টি জানতে পারে নগরবাসী। এ নিয়ে ৫ বছরে দাম বাড়লো চার দফা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নগরবাসী।
২০১৫ সালের ১ জানুয়ারি চার টাকা ইউনিট ধরে পানির নতুন মূল্য তালিকা অনুমোদন করেছিল খুলনা ওয়াসা। পরের বছরই পানির দাম বাড়িয়ে প্রতি ইউনিট করা হয়, চার টাকা ৮০ পয়সা। ২০১৭’তেও দাম আরো বাড়ানো হয়। সেই ধারাবাহিকতায় এবার প্রতি ইউনিটের দাম দাড়িয়েছে ছয় টাকা ৯১ পয়সা। প্রতি বছরই পানির দামের সাথে বাড়ানো হয়েছিল পাইপ লাইনের মূল্যও। এবার যোগ হয়েছে সার্ভিস, ডিমান্ড চার্জ ও ভ্যাট।
নগরবাসী বলছে, দাম বাড়ানোর আগে অবশ্যই গ্রাহকদের নিয়ে গণশুনানি করা উচিত ছিল। তাছাড়া সেবার মান না বাড়িয়ে শুধু টাকা বাড়ালে ওয়াসা নিয়ে বাড়তে থাকবে নেতিবাচক ধারণা।
ওয়াসা কর্তৃপক্ষ বলছে, প্রতি মাসে তাদের রাজস্ব আয় ঘাটতি ৮৪ লাখ টাকা। তাই পানির দাম না বাড়িয়ে উপায় ছিল না।
উল্লেখ্য, এক হাজার লিটার পানি এক ইউনিট হিসেবে গণ্য করা হয়।
Tag: Zilla News
No comments: