স্বাধীনতার স্মুতিকে নষ্ট করতেই সোহরাওয়ার্দি উদ্যানে শিশুপার্ক স্থাপন: হাইকোর্ট
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্থানে কি কি স্থাপনা আছে এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যান নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছে হাইকোর্ট।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরর বেঞ্চ এ আদেশ দেন। আগামী মঙ্গলবারের মধ্যে এসব তথ্য জানতে চাওয়া হয়েছে।
এছাড়া সোহরাওয়ার্দি উদ্যান থেকে শিশুপার্ক এতদিনেও না সরানোকে দুঃখজনক বলে মন্তব্য করেন আদালত। বলেন, স্বাধীনতার স্মুতিকে নষ্ট করতেই সেখানে শিশুপার্ক স্থাপন করা হয়েছিলো।
এ বিষয়ে ১১ ফেব্রুয়ারি মধ্যে হাইকোর্টকে জানাতে নিদের্শন দিয়েছেন হাইকোর্ট।
No comments: