চীনের উহানে জরুরি মানবিক ত্রাণ সহায়তা পাঠাচ্ছে রাশিয়া
করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নাম। প্রাণঘাতী ভাইরাসের থাবায় চীনে একদিনেই ৯০ জন মারা গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮'শ ১৩ জনে। করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে সার্স ভাইরাসকেও। এদিকে, মিথ্যা তথ্য অথবা গুজব যেন না ছড়ায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। মরণঘাতী এ ভাইরাস নিয়ে তদন্ত করতে শিগগিরই চীনে যাচ্ছে সংস্থাটির বিশেষজ্ঞ দল।
চীনের কুনশান শহরে বাসিন্দাদের এভাবেই ঘর থেকে টেনে হিচড়ে বের করেন স্থানীয় প্রশাসনের কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংক্রমণ ঠেকাতে যারা নিজ উদ্যোগে জনবিচ্ছিন্ন হয়নি, তাদের জোর করে অন্যত্র সরিয়ে নেয়া হয়।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, দেশটিতে একদিনেই অন্তত ৯০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে আটশো। আক্রান্ত হয়েছেন ৩৭ হাজারেরও বেশি। এমন পরিস্থিতিতে আতঙ্কে দক্ষিণ এশিয়াসহ বিশ্ববাসী।
তবে, করোনাভাইরাস নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য যেন না ছড়ায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণহানি অথবা এ ভাইরাস সম্পর্কে ভুয়া তথ্য ছড়ালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
এদিকে, প্রাণঘাতী করোনায় আক্রান্ত চীনের উহানে জরুরি মানবিক ত্রাণ সহায়তা পাঠাচ্ছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২৩ টন ত্রাণ নিয়ে রওনা হয়েছে বিশেষ বিমান।
করোনাভাইরাসে প্রাণহানি ঠেকাতে প্রতিষেধক আবিষ্কারে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত প্রতিষেধক আবিষ্কার না হলে, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
Tag: world
No comments: