চীনাদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ
করোনা ভাইরাসের কারণে চীনা নাগরিকদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের চীনে যাওয়া আসার বিষয়ে নীতিমালা তৈরি করছে সরকার। সেখানে না যেতেও অনুরোধ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যাকাণ্ডে অত্যন্ত সতর্ক রয়েছে বাংলাদেশ। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে বারবার ডেকে এর প্রতিবাদ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ইটালি সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস ঠেকানোর লক্ষ্যে অন অ্যারাইভাল ভিসা বন্ধ করাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে চীনা নাগরিকদের বাংলাদেশে আসতে হলেও মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন সরকার। সীমান্তে মরণাস্ত্র ব্যবহার করা হবে না দুই দেশের এমন চুক্তির পরও তা মানছে না ভারত।
এসময় সীমান্ত এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
No comments: