ঢাকা দক্ষিণ সিটিতে ১২৫ কেন্দ্রে তাপস এগিয়ে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বেশ এগিয়ে রয়েছেন।
শনিবার শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর এখন চলছে গণনা। ঢাকার শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। বিকাল পৌনে ৫ টা থেকে শিল্পকলায় এই ফলাফল ঘোষণা শুরু হয়।
এর মধ্যে ১২৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩৬ হাজার ৭০৫ ভোট, তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৭১৭ ভোট।
ঢাকা দক্ষিণে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি। এগুলোর ৬ হাজার ৫৮৮টি ভোট কক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ইভিএমে ভোটগ্রহণ চলে।
ঢাকা দক্ষিণে মোট ভোটার রয়েছে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।
No comments: