এলিফ্যান্ট রোডের ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি ভবনের লাগা আগুন প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার ছয়তলা ভবনের নিচ তলায় লাগা আগুন বিকেল ৩টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা। প্রাথমিকভাবে আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Tag: others
No comments: