১৪১ কোম্পানিতে কমেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার
তালিকাভুক্ত ১৪১টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমেছে। বিনিয়োগকারীরাও সতর্কতার সাথে পরিস্থিতি পর্যালোচনা করছেন। দীর্ঘমেয়াদি বিনিয়োগে থাকলেও গত ডিসেম্বরে তারা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ কমাচ্ছে। যদিও আগের দুই মাস অক্টোবর ও নভেম্বরে তাদের বিনিয়োগ কিছুটা বেড়েছিল।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি কমেছে নর্দার্ন ইন্স্যুরেন্স থেকে। নভেম্বরের শেষে প্রাতিষ্ঠানিক শেয়ার ছিল ৩২ দশমিক ৮ শতাংশ, যা ডিসেম্বর শেষে কমে দাঁড়ায় ২২ ভাগে । টাকার অঙ্কে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রত্যাহারে শীর্ষে ছিল কনফিডেন্স সিমেন্ট।
ডিসেম্বর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিট বিক্রি করা ৪১ লাখ ৩৫ হাজার শেয়ারের মূল্য ৪৪ কোটি টাকা। টাকার অঙ্কে নিট প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধিতে শীর্ষে ছিল আল-আরাফাহ ব্যাংক। কোম্পানিটিতে ডিসেম্বরে ২ কোটি ১৭ লাখেরও বেশি শেয়ার বেড়েছে, বাজারমূল্য প্রায় ৩৭ কোটি টাকা।
Tag: Featured
No comments: