যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভ
মার্কিন প্রতিনিধি পরিষদে অভিশংসনের পক্ষে সাক্ষ্য দেয়ায় দুই শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউতে মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড এবং জাতীয় নিরাপত্তা পরিষদে ইউক্রেন বিশেষজ্ঞ লেফট্যানেন্ট আলেক্সান্ডার ভিন্ডম্যানকে শুক্রবার দায়িত্ব থেকে সরিয়ে দেন ট্রাম্প। হোয়াইট হাউসের এ পদক্ষেপকে লজ্জাজনক আখ্যা দিয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনায় ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েকশ' মানুষ। তারা ট্রাম্পকে বিশ্বাসঘাতক, স্বৈরশাসক বলে আখ্যা দেন। অভিশংনের অভিযোগ থেকে মার্কিন প্রেসিডেন্টকে মুক্তি দেয়ায় রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটেরও সমালোচনা করেন তারা।
বুধবার প্রতিনিধি পরিষদের আনা দুটি অভিযোগ থেকে ট্রাম্পকে খালাস দেয় মার্কিন সিনেট। কংগ্রেসের তদন্তে ট্রাম্প বাধা দিয়েছেন-এ অভিযোগের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে একমত হন একমাত্র রিপাবলিকান সিনেটর মিট রমনি। অভিযোগ থেকে রেহাই পাওয়ার পরই কর্মকর্তা ছাটাইয়ের বিষয়টি সামনে আনেন ট্রাম্প।
পূর্বাভাস অনুযায়ী ট্রাম্পের বরখাস্তের তালিকায় যুক্ত হয়েছে নতুন আরো দুটি নাম। প্রতিনিধি পরিষদে অভিশংসন শুনানিতে অংশ নেয়ায় বহিষ্কার হয়েছেন ইউরোপীয় ইউনিয়েনে মার্কিন রাষ্ট্রদূত এবং জাতীয় নিরাপত্তা পরিষদে ইউক্রেন বিষয়ক বিশেষজ্ঞ। আলাদা বিবৃতিতে উভয়েই তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন ইউক্রেন বিষয়ক বিশেষজ্ঞ লেফট্যানেন্ট আলেক্সান্ড ভিন্ডম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, সত্য বলার কারণে পদ হারিয়েছেন সন্ডল্যান্ড ও ভিন্ডম্যান। হোয়াইট হাউজের এ পদক্ষেপকে লজ্জাজনক আখ্যা দিয়ে সমালোচনা করেছে ডেমোক্র্যাটরা। এর আগে ১৮ই ডিসেম্বর, ক্ষমতার অপব্যাবহার ও তদন্তে বাধা দেয়ার অভিযোগে প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য দুটি প্রস্তাব পাস করে প্রতিনিধি পরিষদ। ৫ই ফেব্রুয়ারি সেইসব অভিযোগ খারিজ করে দেয় ক্ষমতাসীন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন সিনেট।
Tag: world
No comments: