Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি




পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে ট্রাস্ট গঠনের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে ভারতীয় সুপ্রিম কোর্ট আদেশ দেয় যে, অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ তদারকি করার জন্য একটি বিশেষ কমিটি বা ট্রাস্ট প্রতিষ্ঠা করতে হবে। সেই নির্দেশ অনুযায়ীই পদক্ষেপ করলেন মোদি। বুধবার লোকসভায় মোদি বলেন, আমার সরকার শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, এই ট্রাস্ট নতুন করে রাম মন্দির নির্মাণ ও এর সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘আসুন আমরা সকলেই অযোধ্যায় এই রাম মন্দির নির্মাণকে সমর্থন জানাই। সংসদে দাঁড়িয়ে মোদি এ আহ্বান জানান বিজ্ঞাপন বিজ্ঞাপন মোদি আরও বলেন যে, নভেম্বরে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আদেশে দেশের শীর্ষ আদালত জানায়, অযোধ্যায় বিতর্কিত জমিটি রাম লাল্লার (শিশু রাম) নামেই বরাদ্দ হবে এবং সুন্নি ওয়াকফ বোর্ডকে একটি মসজিদ তৈরির জন্য বিকল্প পাঁচ একর জমি দেওয়ার ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার অযোধ্যাতে নতুন করে ৫ একর জমি ওয়াকফ বোর্ডের হাতে দেওয়ার বিষয়ে একমত হয়েছে বলেও সংসদে জানান মোদি। ১৯৯২ সালে ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদটি ধ্বংস করে দেওয়া হয়, তারপর থেকে দীর্ঘদিন চলে রাম মন্দির-বাবরি মসজিদ সমস্যা। সেই সমস্যার সমাধানে গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ রায় দেয় যে ২.৭৭ একর বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য সরকার পরিচালিত ট্রাস্টকে দেওয়া হবে, এবং এই শহরেই একটি উপযুক্ত জায়গায় পাঁচ একর জমি মসজিদ তৈরির জন্যে দেওয়া হবে মুসলিমদের। রাম মন্দির নির্মাণ সংক্রান্ত ট্রাস্ট গঠনের জন্যে সেই সময় সরকারকে তিন মাসের সময়সীমা দেয় সুপ্রিম কোর্ট। তবে দিল্লি নির্বাচনের আগে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে রাম মন্দির সংক্রান্ত এই বড় ঘোষণা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা তা নিয়ে এবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply