ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চারদিনের সফরে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে পৌছান তিনি।
ইটালিয়ান ফরেন মিনিস্ট্রি ক্রিস্টিয়ানো কোস্তাফাবি ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রাসহকারে প্রধানমন্ত্রীকে পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় নিয়ে যাওয়া হয়। ইতালির সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন। এ হোটেলেই আজ সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
৫ ফেব্রুয়ারি বিকেলে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যুগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সফরকালে ঢাকা ও রোমের মধ্যে তিনটি চুক্তি সই হতে পারে। মঙ্গলবার সকাল পৌনে দশটায় রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
No comments: