এবার ইপিএলেও হারের মুখ দেখল। বিগ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে তারা হেরেছে ২-০ গোলের ব্যবধানে। আরেক ম্যাচে হোঁচট খেয়েছে আর্সেনাল। বার্নলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে গানাররা।
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান পাকাপোক্তভাবে দখল করে আছে লিভারপুল। তারপরেই অবস্থান ম্যানচেস্টার সিটির। দু’দলের পয়েন্ট ব্যবধানে বিশাল ফারাক। ২০ পয়েন্টের বেশি। অন্যদিকে ম্যান সিটির ঘাড়েই একরকম নিশ্বাস ফেলছে লেস্টার সিটি। তাই লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাতে এবং লেস্টারের চেয়ে ব্যবধান আরো বাড়িয়ে নিতে এবার ইপিএলে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি।
হটস্পারের মাঠে স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকেই চড়াও ম্যানসিটি। অ্যাগুয়েরো, ডি ব্রুইনি, স্টার্লিং, মাহরেজদের নিয়ে বল দখলে ও আক্রমণে এগিয়ে থাকে সিটিজেনরা। তবে স্পারদের শক্ত রক্ষণভাগের সামনে ব্যর্থ হয় সব সুযোগ। প্রথমার্ধ্ব থাকে গোলশূন্য।
বিরতির পর ৬৩ মিনিটে গোলের মুখ দেখে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামের দর্শক। তবে, অতিথি শিবিরে নয়, স্বাগতিকদের হয়ে লিড আনেন বার্গওয়াইন।
ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি টটেনহ্যাম। ৭১ মিনিটে সন হিয়ং মিন ২-০ তে এগিয়ে নেন দলকে।
হোঁচট খেল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি
Tag: games
No comments: