Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বৃষ্টির কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালের খেলা শেষ মুহূর্তে এসে বন্ধ হয়ে গেছে




ষ্টির কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালের খেলা শেষ মুহূর্তে এসে বন্ধ হয়ে গেছে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এই মুহূর্তে ১৫ রানে এগিয়ে আছে বাংলাদেশ। অর্থাৎ, বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে ১৫ রানের জয় পাবে বাংলাদেশ। আর যদি ওভার কমে যায় তাতেও সুবিধা পাবে বাংলাদেশ। ওভার কমার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় রানও কমে যাবে। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: বাংলাদেশ ১৬৭/৭ (৪১.০); র্টর্গেট ১৭৮। কঠিন চাপে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়েছে বাংলাদেশ। আকবর আলীর সঙ্গে পরিস্থিতি সামাল দিতে মাঠে ফিরেছেন রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়া ওপেনার ইমন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিততে কঠিন পথ পাড়ি দিতে হবে টাইগারদের। হাতে আছে আর মাত্র ৪ উইকেট। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: বাংলাদেশ ১১০/৬ (২৫.২); র্টর্গেট ১৭৮। তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ ভালো শুরুর পর রাভি বিষ্ণইয়ের ঘুর্ণিতে বিপাকে পড়েছে বাংলাদেশ। একাই তিন উইকেট তুলে নিয়ে টাইগারদের চাপে ফেলে দিয়েছেন ভারতীয় এ লিগস্পিনার। ওপেনার পারভেজ হোসেন ইমন আহত হয়ে মাঠ ছাড়েন ২৫ রানে। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ১৭ রানে আউট হন। এরপর বিঞ্চই পর পর দুই বলে তুলে নেন মাহমুদুল হাসান জয় এবং তৌহিদ হৃদয়কে। তিন উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশের বোঝার ওপর শাকের আটি হয়ে আছে ইমনের ইনজুরি। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: বাংলাদেশ ৬৫/৩ (১৫.৫); র্টর্গেট ১৭৮। দলীয় ফিফটিতে প্রথম উইকেট হারাল বাংলাদেশ দলকে ভালো শুরু এনে দেয়ার পর ইনিংস লম্বা করতে পারলেন ওপেনার তানজিদ হাসান তামিম। ২৫ বলে ১৭ করে রাভি বিষ্ণইয়ের শিকার হন তিনি। ওই ওভারেই রাভি বিষ্ণইকে ছক্কা হাঁকিয়ে দলীয় অর্ধশতক পূরণ করেন তামিম। আরেক ওপেনার পারভেজ ইমন খেলে যাচ্ছেন সাবলীলভাবে। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন মাহমুদুল হাসান জয়। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: বাংলাদেশ ৫০/১ (৮.৫); র্টর্গেট ১৭৮। দুই ওপেনারের দারুণ শুরু সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছেন বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। প্রতিবেদন লেখা পর্যন্ত সাবলীল ব্যাটিংয়ে পারভেজ ৯ এবং তামিম অপরাজিত আছেন ৮ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: বাংলাদেশ ২০/০ (৩.১); র্টর্গেট ১৭৮। ভারতকে অল্পতেই আটকে দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরো জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৭৮ রান। আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়েছে ভারত। বাকি কাজটা ব্যাটসম্যানরা সারতে পারলেই প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপ আসরের শিরোপা ঘরে তুলবে টাইগাররা। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তটাকে আপাতত সঠিকই প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররা। শক্তিশালী ভারতীয় ব্যাটিং অর্ডারকে বেশিদূর যেতে দেননি তারা, রেখেছেন নাগালের মধ্যে। শুরু থেকেই ভারতের রানের চাকা চেপে ধরে টাইগাররা। দলীয় স্কোরে মাত্র ৯ রান যাগ হতেই ওপেনার ধিবইয়াশ সাক্সেনাকে ফেরান অভিষেক দাস। সেই চাপ সামলে উঠেন আরেক ওপেনার জয়শওয়াল এবং তিলক ভার্মা। ৩৮ রানে তিলককে ফেরান সাকিব। এরপর জুরেলের ২২ রান ছাড়া আর কেউই দুই অংশ ছুঁতে পারেননি। একপাশ আগলে লড়তে থাকা জয়শওয়াল সেঞ্চুরি থেকে মাত্র ১২ রান দূরে থাকতে বিদায় নেন। ৮৮ রানে শরিফুলের শিকার হয়ে তিনি ফিরে গেলে মুখ থুবড়ে পড়ে ভারত। বল হাতে ৩টি উইকেট তুলে নিয়েছেন অভিষেক দাস। এছাড়া ২টি করে উইকেট তুলে নিয়েছেন শরিফুল এবং সাকিব। স্কোর: ভারত: ১৭৭/১০ (৪৭.২) জয়শওয়াল ৮৮, তিলক ভার্মা ৩৮; শরিফুল ২/৩১, সাকিব ২/২৮, অভিষেক ৩/৪০। টার্গেট ১৭৮। ৮৮ রানে ওপেনার জয়শওয়ালের বিদায়ের পর ভারতের ব্যাটিং ভিত কার্যত ভেঙে যায়। এরপর শেষ দিকে আরো চেপে ধরেছেন বাংলাদেশের বোলাররা। রাভি বিষ্নই এবং জুরেলের রান আউটের মধ্যে আঙ্কোলেকরকে বোল্ড করে ফেরান অভিষেক। প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ উইকেটে ১৭২ রান তুলেছে ভারত। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ১৭২/৯ (৪৫.০) শরিফুলের জোড়া আঘাত, কঠিন পরিস্থিতিতে ভারত আর মাত্র ১২ রান দরকার ছিলো জয়শওয়ালের সেঞ্চুরির জন্য। দলকে চরম চাপের ভেতর থেকে বের করে আনলেও লড়াইয়ের পুঁজি এনে দেয়ার আগেই বিদায় নিতে হলো তাকে। ৮৮ রানে সাকিবের তালুবন্দী করিয়ে তাকে ফেরান শরিফুল। এরপর ক্রিজে এসে শিদ্ধেস ভীরকে দাড়াতেই দেননি শরিফুল। ০ রানে তাকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন তিনি। টানা দুই উইকেট হারিয়ে নতুন করে চাপে পড়েছে ভারত। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ১৫৭/৫ (৪০.১) এবার রাকিবুলের আঘাত, আবারো চাপে ভারত ভারতীয় ইনিংসে এবার আঘাত হানলেন স্পিনার রাকিবুল হাসান। তৃতীয় উইকেটে ক্রিজে আসা প্রিয়েম গ্রেগকে থিথু হওয়ার আগেই তুলে নিলেন মাত্র ৭ রানে। তিলক ভার্মার বিদায়ের কিছুক্ষণের মধ্যেই গ্রেগকে হারিয়ে নতুন করে চাপে পড়েছে ভারত। তবে এক পাশা আগলে লড়াই করে যাচ্ছেন ওপেনার জয়শওয়াল। প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১ রানে ব্যাট করছেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ১১৪/৩ (৩২.০) ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভেঙে স্বস্তি ফেরালেন সাকিব অবশেষে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙতে সক্ষম হলো বাংলাদেশ। তিন নম্বরে ব্যাটে নামা তিলক ভার্মাকে ৩৮ রানে ফেরালেন তানজিম হাসান সাকিব। সীমানায় শরিফুল ইসলামের হাতে তিলকে ক্যাচ দেয়ার মাধ্যমে ৯৭ রানের জুটি ভাঙে। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ১০৩/২ (২৯.০) জয়শওয়ালের অর্ধশতকে ঘুরে দাঁড়ালো ভারত ওপেনার জয়শওয়ালের অর্ধশতকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। তাকে সঙ্গ দিয়ে যাওয়া তিলক ভার্মাও ফিফটির কাছাকাছি আছেন। শুরুতে রান তুললে খাবি খাওয়ার পর ওপেনার সাক্সেনাকে হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে বেরিয়ে এসে দলকে এগিয়ে নিচ্ছেন তারা দুজন। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ১০২/১ (২৮.২) ২৫ ওভারে ভারতের বাউন্ডারি ৬টি উইকেটে থিতু হয়েছেন ভারতের দুই ব্যাটসম্যান জয়শওয়াল এবং তিলক ভার্মা। শুরুর দিকে চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন তারা। তবে রানের গতি খুব একটা বাড়াতে দিচ্ছেন না টাইগার বোলাররা। ২৫ ওভারে মাত্র ৬টি বাউন্ডারি মেরেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ৮৩/১ (২৫.৫) ভারতের ধীর গতির ফিফটি শুরু থেকেই চাপে থাকা ভারত ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ওপেনার জয়শওয়ালের ব্যাটে অর্ধশতক ছুঁয়েছে দল। তবে দলীয় ফিফটিতে তাদের সময় লেগে যায় ১৭ ওভার। জয়শওয়ালকে ব্যাটিংয়ে সঙ্গ দিচ্ছেন তিলক ভার্মা। প্রতিবেদন লেখা পর্যন্ত ওভারপ্রতি ভারতের রান রেট ৩.২১। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ৫৯/১ (১৮.৪) বিশ্বকাপ ফাইনালে প্রথম বাংলাদেশি উইকেট শিকারি অভিষেক এখন পর্যন্ত ইইসিসির কোনো বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবারই প্রথম সেই ইতিহাসে জায়গা করে নিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে প্রথম উইকেটের দেখা পান অভিষেক দাস অরণ্য। সে হিসেবে বিশ্বকাপের ফাইনালে উইকেট নেয়া প্রথম বাংলাদেশি বোলার তিনি। ম্যাচের সপ্তম ওভারে দিবইয়াশ সাক্সেনাকে ফেরান তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ৩৭/১ (১৩.৫) ৫ ওভারে সাকিব দিলেন মাত্র ৯ রান প্রথম স্পেলে ভারতকে চেপে ধরার অন্যতম কারিগর পেসার তানজিম হাসান সাকিব ৫ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন। যারমধ্যে ২ ওভার মেডেন। ওভারপ্রতি মাত্র ১.৮ রান করে দিয়েছেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ৩৭/১ (১৩.৫) বলের আঘাতে লুটিয়ে পড়লেন ভারতীয় ওপেনার নবম ওভারের তৃতীয় বলে রান নিতে গিয়ে ফিল্ডারের ছোড়া বলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় ওপেনার ইয়াশহাশভি জয়শওয়াল। চিকিৎসক দ্রুত মাঠে প্রবেশ করে তার প্রাথমিক চিকিৎসা দেন। বলের আঘাতে হাঁটুতে ব্যথা পান জয়শওয়াল। তবে ইনজুরি খুব একটা গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। চিকিৎসক তার হাঁটুতে ব্যান্ডেজ লাগিয়ে ফিরে যাওয়ার পর আবার ব্যাট হাতে দাঁড়ান তিনি। শুরু হয় খেল। স্কোর: ভারত ১৬/১ (৮.৩) অবশেষে বাউন্ডারির দেখা পেল ভারত অবশেষে ৪৬তম বলে এসে প্রথম বাউন্ডারি দেখা পেলো ভারত। ওপেনার সাক্সেনার বিদায়ের পর আরেক ওপেনার ইয়াশহাভি জয়শওয়াল বাউন্ডারি হাঁকান। স্কোর: ভারত ১৬/১ (৮.৩) সাক্সেনাকে ফিরিয়ে ভারতের টুটি চেপে ধরলেন অভিষেক রানের চাকা টেনে ধরে শুরু থেকেই চাপে রেখেছিলেন ভারতকে। খোলস ছেড়ে বের হওয়ার জন্য শট খেলেছিলেন ধিবইয়াস সাক্সেনা। কিন্তু অভিষেকের বলে মাহমুদুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। চাপে পড়া ভারতকে আরো চেপে ধরে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর: ভারত ৯/১ (৬.৫) বোতলবন্দী ভারতের দুই ওপেনার: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের শুরুতেই শক্তিশালী ভারতের রানের চাকা টেনে ধরেছে বাংলাদেশের বোলাররা। প্রতিপক্ষের দুই ওপেনারকে বোতলবন্দ্বী করে করে রেখেছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলামরা। স্কোর: ভারত ৭/০ (৫.২) বিশ্বকাপের ফাইনালে টস জিতল বাংলাদেশ পচেফস্ট্রুমে আইসিসি অনূর্ধ্ব-১৯ যুবা বিশ্বকাপে টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। বিশ্বকাপের স্বপ্নিল ফাইনাল। এবারেই প্রথম আইসিসির কোন ইভেন্টের ট্রফি জয়ের সুযোগ ইয়াং টাইগারদের সামনে। তাও আবার বিশ্বকাপ। বাংলার যুবাদের যেখানে প্রথম বিশ্বকাপ, সেখানে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের পঞ্চম শিরোপা জয়ের প্রত্যয়। তামিম-মাহমুদুল- রাকিবুল কিংবা আকবর আলী বাংলাদেশের ক্রিকেট মানচিত্রে এখন তারা সু-পরিচিত। তারাই এখন লাল সবুজের স্বপ্ন সারথি। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব কিংবা বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ মুশফিকরা যুবা দলের হয়ে যা করতে পারেনি এই দুরন্ত কিশোররা ফাইনালে উঠে তাই করে দেখিয়েছে। অনেক নতুন নতুন গল্পের জন্ম দিয়েছে ইয়াং টাইগাররা। ১৬ দলের লড়াই শেষে এবার শ্রেষ্ঠত্ব অর্জনে দুই দল বাংলাদেশ-ভারত। রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াইয়ের প্রতিজ্ঞা বাংলার যুবাদের। ফাইনাল জিতলেই এক লালিত এক স্বপ্নের পূর্ণতা পাবে। সৃষ্টি হবে নয়া ইতিহাস। কারণ, ভারত এর আগে চার বার যুবাদের বিশ্বকাপ ট্রফি জিতলেও, বাংলাদেশ এই প্রথম আইসিসি'র কোন ট্রফি জয়ের লড়াইয়ে। কিন্তু, বাংলার যুবাদের আরাধ্য সেই ট্রফি জয়ের পথে অতীত শঙ্কা জাগিয়েছে। ২০১৮ থেকে এই পর্যন্ত একটি সেমি আর দুটি ফাইনালে এই ভারত দলের কাছে হেরেছে বাংলাদেশ। ব্যাপারটি মাথায় না রেখে বাড়তি চাপ নিতে চাইছে না বাংলাদেশ দল। বাংলাদেশ-ভারতের এই প্রজন্মের মাঝে আছে আগামীর বিরাট কোহলি কিংবা সাকিবদের মতো বিশ্ব সেরা ক্রিকেটার। বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ তামিম-মাহমুদুল ভারতের জাইওয়াল-সাক্সসেনা। স্পিনে ত্রাস ছড়াবে রাকিবুল প্রতিপক্ষের রভি। পেস ব্যাটারিও দারুণ। বাংলার তানজিম সাকিব ওদের টিয়াগি দুর্দান্ত। দুই দলের লড়াই তিনভাবেই আছে সেরা অস্ত্র। তাই চোঠদের এই বিশ্বকাপের ম্যাচ হবে দারুণ উত্তাপের। দুই দলের জন্য একটা বার্তা থাকছে। তা হলো। শেষ পাঁচ বিশ্বকাপের ফাইনালে মধ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলই জিতেছে চারবার। তাই ম্যাচের আগ মুহূর্তে টস নামের ভাগ্য পরীক্ষাও রাখবে বড় ভূমিকা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply