শ্রীলঙ্কাকে কাঁপিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল জিম্বাবুয়ে
লক্ষ্য ছিল বিশাল, ৩৬১ রানের। টেস্টের শেষদিনে এই রান তাড়া করে জেতা একপ্রকার অসম্ভবই বলা যায়! সেই পথে দৌড়ায়নি শ্রীলঙ্কাও। কুশল মেন্ডিসের অনবদ্য সেঞ্চুরিতে শুধু দারুণ এক জয়ের স্বপ্ন দেখতে থাকা জিম্বাবুয়েকে হতাশ করেছে। হারারেতে দ্বিতীয় টেস্ট ড্র করেছে লঙ্কানরা, জিতে নিয়েছে সিরিজ।
সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। স্বাগতিকরা যদিও লড়েছিল পঞ্চম দিনের শেষ ঘণ্টা পর্যন্ত। একই মাঠে পরের টেস্টে ফল না এলেও জিম্বাবুয়ে দাপুটেই খেলেছে, সফরকারীদের চাপে রেখেছে পুরো পাঁচদিন।
ক্রিকেটে যে সকাল দেখে দিনের শেষটা বলে দেয়া সম্ভব নয়, সেটা প্রমাণ করেছেন সিকান্দার রাজা, শন উইলিয়ামসরা। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় টেস্ট ড্র আর দুই ম্যাচের সিরিজ ১-০তে শ্রীলঙ্কা জিতে নিলেও, যা লেখা থাকবে না তা হল- দুই ম্যাচেই রীতিমতো লঙ্কানদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন জিম্বাবুইয়ানরা!
সিরিজ হারলেও যা নেয়ার তা ঠিকই আদায় করেছে জিম্বাবুয়ে, আত্মবিশ্বাস আর টেস্টকে টেস্টের মতো খেলার রসদ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে থাকা দলটি একইসঙ্গে বাংলাদেশকে দিয়ে রাখল কঠিন বার্তাও। টাইগারদের সঙ্গে ফেব্রুয়ারির শেষদিকে একটা টেস্ট খেলতে আসছে তারা। গত দুই বছরে টেস্টে জয় দেখতে ভুলে বসা বাংলাদেশের জন্য ওই ম্যাচটা সহজ হবে না, যেন সেটাই জানিয়ে রাখল উইলিয়ামসের দল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুক্রবার শেষদিনের শুরুতেই ৭ উইকেটে ২৪৭ রান তোলা জিম্বাবুয়ে ইনিংস ঘোষণা করে দেয়। তাতে প্রথম ইনিংসে ১১৩ রানের লিডের সঙ্গে এই রান যোগ করে ৩৬০ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।
বিশাল লক্ষ্য। সেটাও শেষদিনে। জয়ের পেছনে না ছুটে ড্রকে চোখ করে ছুটলেন লঙ্কান ব্যাটসম্যানরা। আস্তে আস্তে ব্যাট করার নিয়তে মাত্র ১২ রান করে লাঞ্চের আগেই ফেরেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। জিম্বাবুয়ের সম্ভাবনা খানিকটা উজ্জ্বল হয়।
সেই উজ্জ্বলতা মলিন হয়েছে কুশল মেন্ডিসের ব্যাটে। ২৩৩ বল একাই খেলে ১১৬ রানের হার না মানা ইনিংসে স্বাগতিকদের দারুণ কিছু করার স্বপ্নকে গুঁড়িয়ে দিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।
ম্যাচ ড্র হলেও সেরা খেলোয়াড় হয়ে দলকে খানিকটা সান্ত্বনা দিতে পেরেছেন স্বাগতিক অলরাউন্ডার সিকান্দার রাজা। ৮ উইকেটের সঙ্গে ১০৮ রান করেছেন রাজা। আর বুড়ো হাড়ের ভেল্কিতে সিরিজ সেরা অ্যাঞ্জেলো ম্যাথুজ।
Tag: games
No comments: