Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পাইলটরা চীনে যেতে আগ্রহী নন, আনা যাচ্ছে না ১৭১ বাংলাদেশিকে




পাইলটরা চীনে যেতে আগ্রহী নন, আনা যাচ্ছে না ১৭১ বাংলাদেশিকে ইচ্ছে থাকলেও, পাইলটরা যেতে আগ্রহী না হওয়ায়, চীনে থাকা বাংলাদেশিদের আনা সম্ভব হচ্ছে না। তবে চার্টার ফ্লাইট বা নিজস্ব ব্যবস্থায় কেউ আসতে চাইলে খরচ দেবে সরকার। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের নিয়ে ওয়ার্ল্ড কনফারেন্সের উদ্বোধন শেষে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উহান থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ২৯ জানুয়ারি দেশে আসেন ৩১২ জন বাংলাদেশি। এদের মধ্যে ৩০১ জনকে আলাদা করে রাখা হয়েছে আশকোনা হজ্বক্যাম্পে। কিন্তু চীনের লায়োনিং প্রদেশের হিচাং শহরে থাকা এমন ১৭১ জন বাংলাদেশি দেশে ফেরার আগ্রহ দেখিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখন আনতে পারবো না। কারণ আমরা ফ্লাইট পাঠাতে পারি না। কেউ যেতেও রাজি না। তিনি জানান, চার্টার ফ্লাইট বা নিজস্ব ব্যবস্থায় কেউ আসতে চাইলে খরচ দিবে সরকার। অন্যদিকে, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতও জানিয়েছেন, এই বাংলাদেশীদের দেশে আনার চ্যালেঞ্জের কথা। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় শহরটি অবরুদ্ধ রাখায় প্রক্রিয়াটি বেশ কঠিন। হিচেং শহরে থাকা ১শ ৭১ জন বাংলাদেশিকে উদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা অত্যন্ত সাফল্যজনকভাবে লোকাল কো-অর্ডিনেশন শেষ করেছি। যোগাযোগের ব্যবস্থা করেছি। ২২টি সেন্টারে লোকাল কো-অর্ডিনেটর নিয়োগ করেছি, ফোকাল পয়েন্ট নিয়োগ করেছি। এদিকে করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছে, সংক্রমণ ঠেকাতে শুধু চীন নয়, বাংলাদেশে আসা সব বিমান যাত্রীকেই স্ক্যানিং করা হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে, কারও শরীরে করোনাভাইরাস মেলেনি। সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি এবং হজ ক্যাম্পে থাকা চীন থেকে আসা বাংলাদেশিরাও সুস্থ আছেন। আইইডিসিআরের পরিচালক জানান, মাস্ক ব্যবহারের চেয়ে পরিচ্ছন্ন থাকাটাই বেশি জরুরি। হাচি-কাশিতে বারবার হাত ধোয়ার পরামর্শও দেন তিনি। তিনি জানান, আশকোনায় অবস্থানরত চীন ফেরত শিক্ষার্থীদের আরো কিছুদিন পর্ববেক্ষণে রাখতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply