আতিক-তাপসকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইভিএম-এর কারণে ভোট নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই।
শনিবার রাতে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দলের দুই মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপস।
সেসময় তিনি তাদেরকে বলেন, স্বতঃস্ফূর্তভাবে জনগণের জন্য কাজ করতে হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেখ খবর পর্যন্ত প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ সমর্থিত এ দুই প্রার্থী এগিয়ে রয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঢাকা উত্তরে এখন পর্যন্ত ১৩১৮টি ভোট কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৮১১টি কেন্দ্রে নৌকা মার্কায় আতিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩৬১ভোট।
আর দক্ষিণ সিটিতে ১১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ফলাফল এসছে ১০৭৫টি কেন্দ্রের। এসব কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৬৭৫ ভোট। ২ লাখ ১৯ হাজার ০২৭৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ইশরাক হোসেন।
শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ।
No comments: