হার্ট অ্যাটাকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সৈকত মাহমুদ মারা গেছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সৈকতের বাড়ি লক্ষ্মীপুরে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সৈকত বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র ছিলেন।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির সংবাদমাধ্যমকে বলেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন সৈকত। আজ বাদ আসর বিজয় একাত্তর হলসংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
সৈকত মাহমুদের হলের বন্ধুরা জানান, সকাল থেকেই সৈকত শরীরে অস্বস্তি অনুভব করছিলেন। বিষয়টি জানতে পেরে বেলা ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান রুমমেটরা। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।
No comments: