Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আসন কমলেও কেজরিওয়ালের জয়ের আভাস




দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। শনিবার দিল্লির বিধান সভার ভোটগ্রহণ পর্ব শেষে খারতে বিভিন্ন টিভি চ্যানেলের বুথ-ফেরত সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। সমীক্ষায় দেখা যাচ্ছে, ভোটে বিজেপির চেয়ে বেশ এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।তবে গত বারের মতো এবারেও নাজুক পথে কংগ্রেস। ভোটগ্রহণের পর সংবাদ মাধ্যম এনডিটিভির ‘পোল অফ পোলস’ এ দেখা যায়, ৭০ আসনে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি পেতে পারে ১৮টি আসন। কংগ্রেস একটি আসন। আর আম আদমি পার্টি পেতে পারে ৫১টি আসন। টাইমস নাও এর পোল বলছে আম আদমি পাবে ৪৪টি আসন, ২৬টি আসন পেতে পারে বিজেপি। নিউজএক্স এর পোলে ৫৩ থেকে ৫৭টি আসন পতে পারে আম আদমি, ১১ থেকে ১৭টি আসনে জিততে পারে বিজেপি। রিপাবলিক টিভির পোল বলছে, আম আদমি পার্টি ৪৮ থেকে ৬১টি আসন পাবে, বিজেপি পাবে ৯ থেকে ২১টি আসন। বিজ্ঞাপন বিজ্ঞাপন তবে এই ধরনের সমীক্ষা কখনওই শেষ কথা বলে না। অনেক সময়ে বাস্তব ফল সমীক্ষার সঙ্গে নাও মিলতে পারে।অবশ্য সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা করা হয়ে থাকে। তারই ভিত্তিতে এ বারের ফলাফলের আগাম এ আভাস দেয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য দিল্লি বিধানসভায় প্রয়োজন ৩৬টি আসন। যদি এক্সিট পোল সঠিক প্রমাণ হয়, তাহলে ২০১৫ এর পর, ১৬টি আসন হারাতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। শেষ মুহুর্তের প্রচারে বিজেপি সুবিধা পেতে পারে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শাহিনবাগে বিক্ষোভকারীরা দেশদ্রোহী এবং তাদের সমর্থন করছে বিশ্বাসঘাতকরা। নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর, এই প্রথম ভোট দিল্লিতে, দুমাস আগে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ, সমালোচকদের অভিযোগ এটি ভারতের ধর্মনিরপেক্ষতাকে আঘাত করে এভং তা মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক। ২০১৫ বিধানসভা নির্বাচনে, মোট ভোটের ৫৪.৩ শতাংশ ভোট পেয়েছিল আম আদমি পার্টি, বিজেপি পায় ৩২ শতাংশ এবং ৯.৬ শতাংশ ভোট পায় কংগ্রেস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply