রাজধানীর মান্ডায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
রাজধানী খিলগাঁওয়ে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ৫ বছরের শিশুটির মহদেহ উদ্ধার করা হয়।
গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) খেলা করতে করতে শিশুটি খালে পড়ে যায়। ফায়ার সার্ভিস গভীর রাত পর্যন্ত চেষ্টা করেও সন্ধান পায়নি। পরে আজ সকালে আবারো শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
এদিকে, গত শনিবার রাজধানীর কদমতলীতে আরো এক শিশু খালে পড়ে নিখোঁজ হয়। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনও শিশুটির সন্ধান মেলেনি। শিশুটিকে উদ্ধারে চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
Tag: others
No comments: