মারা গেছেন হলিউড অভিনেতা কির্ক ডগলাস
হলিউডের কিংবদন্তি অভিনেতা কির্ক ডগলাস মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০৩ বছর। কির্ক ডগলাস অভিনয় করেছেন ‘স্পার্টাকাস’, ‘টু থাউজেন্ড লিগ আন্ডার দ্য সি’, ‘চ্যাম্পিয়ন’র মতো ছবিতে।
কির্ক ডগলাসের ছেলে অভিনেতা মাইকেল ডগলাস মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বুধবার ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কির্ক ডগলাস ১০৩ বছর বয়সে আজ আমাদের ছেড়ে চলে গেলেন।’
তিনি আরও লিখেছেন, ‘বিশ্বের কাছে তিনি একজন কিংবদন্তি, অভিনেতা। কিন্তু আমার এবং আমার ভাইয়ের কাছে তিনি একজন সাধারণ বাবা, ক্যাথেরিনের দারুণ একজন শ্বশুর এবং নাতি-নাতনিদের কাছে স্নেহময় দাদা, স্ত্রীর কাছে অসাধারণ স্বামী।’
নিউইয়র্কে জন্ম নেওয়া ২০ শতকের সব থেকে জনপ্রিয় অভিনেতাদের অন্যতম কার্ক ডগলাস। কিন্ডারগার্টেনে পড়াকালীন ‘দ্য রেড রবিন অব স্প্রিং’ আবৃত্তি করে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৯৪৬ সালে প্রথমবার অভিনয় করলেন ‘দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভার্স’ ছবিতে। পরে নব্বইটিরও বেশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের নায়ক হয়েছিলেন তিনি। ক্ল্যাসিক চলচ্চিত্র ‘সাইক্লোপস’-এর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন সিনেমাপ্রেমীদের প্রিয় অভিনেতা। ডগলাসকে শেষ দেখা গিয়েছিল ২০০৮ সালে ‘এমপায়ার স্টেট বিল্ডিং মার্ডারস’ ছবিতে। সিএনএন
Tag: Entertainment
No comments: