Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » এরদোয়ানকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন তিনি




তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে উৎখাত করতে চাওয়ার অভিযোগ উঠেছে দেশটির সাবেক এক সেনাপ্রধানের বিরুদ্ধে। ব্যর্থ অভ্যুত্থানে অভিযুক্ত তুরস্কের সাবেক সেনাপ্রধান ইলকের বাসবাগের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে দেশটির ক্ষমতাসীন জাস্টি অ্যান্ড ডেভলভমেন্ট পার্টির আইনপ্রণেতারা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একে পার্টির সেন্ট্রাল আনাতোলিয়ান কায়সেরি প্রদেশের উপপ্রধান মুস্তফা ইলিতাস জানান, বিকেলে তিনিসহ আরও পাঁচ আইনপ্রণেতা বাসবাগের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মুস্তফা ইলিতাস ছাড়াও বাকি আইনপ্রণেতারা হলেন- বেকির বোজদাগ, আহমেদ আয়দুন, ইয়াহইয়া দোগান, মেহমেত সেইলান ও আবদুর রহমান মুফতি ইয়াতকিন। তাদের অভিযোগ, সাবেক শীর্ষ কমান্ডার তাদের বিরুদ্ধে ফেতু গ্রুপের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। মুস্তফা ইলিতাস আরও বলেন, ইলকার বাসবাগ ও দুরসুন সিসেকের বিরুদ্ধে আমাদের আইনজীবীরা ফৌজদারি মামলা দায়ের করবেন। মানহানি ও অপবাদ ছড়ানোর অভিযোগেও তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। দুরসুন সিসেকের বিরুদ্ধে মামলার কারণ হিসেবে বলা হচ্ছে, তার বিরুদ্ধে বিতর্কিত নেতা গুলেনের (ফেতু)- এর রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর আগে বাসবাগের বিরুদ্ধে মামলা করতে তাদের নির্দেশনা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন বাসবাগ। তিনি বলেন, সামরিক কর্মকর্তাদের বিচারে একটি বিশেষ আদালত গঠনে ২০১৯ সালে প্রণীত আইনটি গুলেন মুভেমেন্টের উৎসাহেই করা হয়েছে। এরপরই তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন তুরস্কের আইনপ্রণেতারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply