আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতারণাপূর্ণ কথিত শান্তি পরিকল্পনা ডিল অব দ্যা সেঞ্চুরি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের শতাধিক ডেমোক্রেট কংগ্রেস সদস্য।
গতকাল (শুক্রবার) লেখা এক চিঠিতে আইনপ্রণেতারা এ শান্তি পরিকল্পনার সঙ্গে জড়িত গোষ্ঠীর সমালোচনা করে বলেছে, এটি তৈরি করার আগে ফিলিস্তিনি পক্ষের সঙ্গে কোনো আলোচনা করা হয় নি। ফিলিস্তিনি এবং ইসরাইলিরা সমনভাবে এ পরিকল্পনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদেরকে আরো সংঘাতের দিকে ঠেলে দেবে।
এছাড়া ইসরাইলের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একমাস আগে ডিল অব দ্যা সেঞ্চুরি প্রকাশ করায় আইনপ্রণেতারা এর কড়া সমালোচনা করেছে। তারা বলেছে, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পুনর্নিবাচনে সহায়তা করতেই তড়িঘরি করে এ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
ডেমোক্রেট দলের ইহুদি হিসেবে পরিচিত এ্যান্ডি লেভিন এবং এলান লোয়েন্থালের মাধ্যমে পেশ করা চিঠিতে আরো বলা হয়েছে যে ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরির প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের কোনো সমর্থন নেই। ইসরাইল যদি পশ্চিম তীরের পুরো অংশ বা কিছু অংশ দখলে নেয়ার জন্য এটিকে লাইসেন্স হিসেবে ব্যবহার করতে চায় তাহলে এটি হবে আন্তর্জাতিক লঙ্ঘন।#
ডিল অব দ্যা সেঞ্চুরি' প্রত্যাখ্যান শতাধিক ডেমোক্রেট আইনপ্রণেতার
Tag: world
No comments: