Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » দিল্লি নির্বাচন নিয়ে বুথফেরত জরিপ বিজেপির প্রত্যাখ্যান




দিল্লির বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করেছে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে সাক্ষাত করে, বুথফেরত জরিপের তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন দিল্লি বিজেপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। অন্যদিকে, দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির দাবি, সমীক্ষার থেকেও বেশি আসন পাবে তারা। শনিবারের ভোটের পর বিভিন্ন জরিপে দেখা যায়, ৫০ থেকে ৬০টি আসন নিয়ে হ্যাটট্রিক জয়ের পথে এ.এ.পি। শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ৬টা দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ নিয়ে এতে ভোট দেন দিল্লির সাধারণ মানুষ। ৭০ আসনের বিপরীতে নির্বাচনে অংশ নেন ৬শ' ৭২ জন প্রার্থী। তবে আগে থেকেই ধারণা করা হচ্ছিল নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি এবং দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির মধ্যে। কিন্তু সে পূর্বাভাসকে মিথ্যা প্রমাণ করলেন দিল্লিবাসী। শনিবারের নির্বাচনের পর বুথ ফেরত জরিপগুলো বলছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হ্যাটট্রিক জয়ের পথে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়ে দিল্লির মসনদে বসা আম আদমি পার্টি। স্থানীয় বাসিন্দাদের মতে, আম আদমি পার্টির উন্নয়ন আর মোদি সরকারের ধর্মীয় বিভেদই দিল্লি নির্বাচনের প্রধান নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। তবে বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। শনিবার ভোটের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে দেখা করেন দিল্লি বিজেপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। পরে সাংবাদিকদের কাছে তারা দাবি করেন, চূড়ান্ত ফলাফলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। একইভাবে বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির দাবি, বুথফেরত জরিপের থেকেই বেশি আসন পাবে তাদের দল। আগামী মঙ্গলবার দিল্লি নির্বাচনের ফল প্রকাশের কথা রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply