চীন ফেরত সব বাংলাদেশি সুস্থ, করোনার লক্ষণ নেই: স্বাস্থ্যমন্ত্রী
চীন ফেরত প্রত্যেকে সুস্থ আছেন। কারো দেহে করোনার লক্ষণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে ৩১২ জনের মধ্য থেকে হাসপাতালে থাকা ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর বাকিদের রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে।
আইইডিসিআর জানিয়েছে, আশকোনা হজ্ব ক্যাম্পে থাকা ব্যক্তিদের রাখা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী।
চীন থেকে বিশেষ বিমানে দেশে ফেরত আনা হয় ৩১২ জনকে। এরমধ্যে ৩০২ জনকে রাখা হয়েছে হজ্ব ক্যাম্পে আর ৭ জনকে রাখা হয়েছে কুর্মিটোলা হাসপাতালে আর ৩ জন ভর্তি আছেন সিএমএইচে।
হজ্ব ক্যাম্পে থাকা ব্যাক্তিদের স্বজনরা বলছেন, সবাই সুস্থ্ আছেন। তবে তাদের এক রুমে গাদাগাদি করে রাখা হয়েছে।
আইইডিসিআর'র পরিচালক জানিয়েছেন, হাসপাতালে থাকা ৮ জনের দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে, নিয়মিত করা হচ্ছে মেডিকেল চেকআপ। আর আশকোনায় পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ীই রাখা হয়েছে।
এদিকে, সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে চীনের নাগরিকরা আপাতত বাংলাদেশে অন-এরাইভাল ভিসা পাবেন না।
এরই মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছেন করোনা ভাইরাস। আর এতে মারা গেছেন ৩শ'র বেশি মানুষ।
Tag: politics
No comments: