মাদারীপুরে তালবদ্ধ একটি ঘর থেকে তরুণীর গলিত মরদেহ উদ্ধার
মাদারীপুরে তালবদ্ধ একটি ঘর থেকে তরুণীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে শিবচর পৌরসভার গুয়াতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে গুয়াতলা এলাকার একটি বাসা থেকে দুর্গন্ধ ছড়ানোতে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে ওই বাসার তালা ভাঙ্গে। পরে ঘরের ভেতরের ফ্লোরে ওই তরুণীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন জানান, গত দুই মাস আগে ওই বাসা ভাড়া নেয় এক নারী। তার পরিচয় এখনো জানা যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Tag: Zilla News
No comments: