ভারতকে হারাতেই পারল না নিউজিল্যান্ড
শেষ ম্যাচেও পারল না নিউজিল্যান্ড। স্বাগতিকদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের ৫ম ও শেষ টি-টুয়েন্টিতে ভারত জয় পেয়েছে ৭ রানে।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথমবারের মতো ৫ ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হলো কোনো দল। ভারতের ১৬৩ রানের জবাবে নিউজিল্যান্ড করে ১৫৬ রান। ম্যাচ সেরা জাসপ্রিত বুমরাহ ও সিরিজ সেরা হয়েছেন লোকেশ রাহুল।
দু’দলই বিশ্রামে রাখে নিয়মিত অধিনায়কদের। মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত শুরুতে হারায় সাঞ্জু স্যামসনের উইকেট। দ্বিতীয় উইকেটে রাহুল ও রোশিত জুটি বড় স্কোরের ভিত দেন দলকে। রাহুল ৪৫ কোরে ফিরলেও, রোহিত শর্মা তুলে নেন ফিফটি। আহত হয়ে মাঠে ছাড়ার আগে তিনি করেন ৬০ রান। শেষদিকে শ্রেয়াস আই্যয়ারের ৩৩ রানে, ভারত পায় ১৬৩ রানের সংগ্রহ। জবাবে দ্বিতীয় ওভারেই গাপ্টিলের উইকেট তুলে নেন বুমরাহ। সেও ধাক্কা সামলাতে পারেনি কিউইরা।
১৭ রানে তারা হারায় ৩ উইকেট। তবে সেইফার্ট ও রস টেইলর জুটি স্বপ্ন দেখায় দলকে। শিভাম দুবের এক ওভারে সেইফার্ট তুলে নেন ৩৪ রান। তবে হাতে ৭ উইকেট নিয়েও শেষ ১০ ওভারে ৬৬ রান করতে পারেনি নিউজিল্যান্ড। শার্দুল ঠাকুর ও বুমরাহ'র দারুণ বোলিংয়ে ৯ উইকেটে ১৫৬ রান করে নিউজিল্যান্ড।
প্রথমবারের মত ৫ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয় কোনো দল।
Tag: games
No comments: