Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » হাতে রাইফেল নিয়ে মোদির গুলি, অবাক




হাতে রাইফেল নিয়ে মোদির গুলি, অবাক 

হাতে রাইফেল, সাবধানী চোখ। লক্ষ্য বরাবর তাক করে গুলি চালালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত ছিলেন দেশটির উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদির গুলি চালানোর দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন তিনি। গতকাল বুধবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে ‘ডেফ এক্সপো-২০২০’-এর উদ্বোধন করে রাইফেল হাতে গুলি চালান মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ‘মেক ইন ইন্ডিয়া’য় জোর দিয়েছে মোদি সরকার। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি নয়, বরং রপ্তানির ক্ষেত্রে জোর দিয়েছে ভারত। অনুষ্ঠানে মোদি জানান, আগামী পাঁচ বছরে ভারত থেকে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি রুপি করার পরিকল্পনা নিয়েছে ভারত।
এদিকে অস্ত্র নির্মাণসহ অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্য তামিলনাড়ু ও উত্তর প্রদেশে দুটি হাব তৈরির কথা জানিয়েছে মোদি সরকার। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প সামনে রেখে বিশ্বের অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলোকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। বিনিয়োগকারীদের ভারতে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘বিনিয়োগ করলে আপনাদের অনেক মুনাফা হবে। পাশাপাশি অস্ত্র সরঞ্জাম তৈরিতে ভারতও স্বাবলম্বী হয়ে উঠবে।’
মোদি জানান, ২০১৪ সালে ভারত থেকে দুই হাজার কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি হতো। গত দুবছরে সেই তা বেড়ে ১৭ হাজার কোটিতে পৌঁছেছে। আগামী পাঁচ বছরে ভারতের লক্ষ্য ৩৫ হজার কোটি টাকা।
ভারতকে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য থাকলেও কোনো দেশকে প্রতিপক্ষ করে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে দাবি করেন মোদি। তিনি জানান, ভারতে প্রতিরক্ষা ক্ষেত্রে লাইসেন্সধারীর সংখ্যাও কয়েক বছরে দ্বিগুণেরও বেশি হয়েছে। কামান, এয়ারক্র্যাফট ক্যারিয়ার, যুদ্ধজাহাজ, সাবমেরিন, লাইট কমব্যাট এয়ারক্র্যাফট, কমব্যাট হেলিকপ্টার এখন ভারতে তৈরি হচ্ছে।
নরেন্দ্র মোদি আরো বলেন, ‘প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে অনেক সম্ভাবনা রয়েছে ভারতের। কারণ, এ দেশে প্রতিভা ও প্রযুক্তি রয়েছে। এ ছাড়া রয়েছে উদ্ভাবনী ক্ষমতা। সরকারের নীতি বিনিয়োগকারীদের লাভের পথ দেখাবে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply