স্ট্রাইকার নেই, তাই চোট সয়েও নিজেকে বিলিয়ে দিচ্ছেন মেসি
দলে গোল করার মতো খেলোয়াড়ের বেশ অভাব চলছে। এই অবস্থায় চোটের কারণে বাইরে থাকলে বিপদ বাড়তে পারে দলের, এমন ভাবনা থেকেই নাকি চোট সয়েও খেলে চলেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। সূত্রের বরাতে এমনই জানাচ্ছে ইএসপিএন এফসি।
কয়েক সপ্তাহ ধরেই নাকি ঊরুর চোট ভোগাচ্ছে মেসিকে। চোটটা বেশ পুরনো। গুরুতর নয় বলেই সেই নাকি ব্যথাকে পাত্তা দিচ্ছেন না বার্সা অধিনায়ক। কিন্তু সময় সময় এর চিকিৎসা কিংবা বিশ্রাম না নিলে ভবিষ্যতে যে বড় রকমের চোটে পড়তে হতে পারে এমন ভাবনা মাথায় থাকলেও আপাতত কিছুই করছে না বার্সা।
ক্লাবের মতো বিষয়টি মাথায় আনছেন না মেসিও। জানেন তিনি না থাকলে কী হাল হবে দলের। এমন চিন্তা থেকেই চোট সয়ে খেলতে হচ্ছে। আর্জেন্টাইন মহাতারকা যে নিজের সেরা ফর্মে নেই সেটা টের পাওয়া যাচ্ছে গত কয়েক ম্যাচ ধরেই, তারপরও যতটুকু খেলছেন ওটাই বড় পাওয়া ক্লাবের। সবশেষ লেভান্তের বিপক্ষে যে দুই গোল করেছেন কিশোর তারকা আনসু ফাতি, তার প্রতিটির মূল কারিগর ছিলেন মেসিই। হয়তো খুব বেশি গোল করছেন না, কিন্তু যতটুকুই করছেন তাতেই গড়ছেন ম্যাচের পার্থক্য।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মৌসুমের শুরুতে কাফ মাসলের চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন বার্সা অধিনায়ক। সময়টাতে বার্সা ভুগেছে যথেষ্ট, হেরেছে ম্যাচ। এবার তো অবস্থা আরও গুরুতর। দলের মূল ফরোয়ার্ড লুইস সুয়ারেজ মে মাসের আগে মাঠে নামতে পারবেন না চোটের কারণে, আরেক ফরোয়ার্ড উসমানে ডেম্বেলে সোমবার অনুশীলন করতে নেমে আবারও উঠে গেছেন চোটের জায়গায় অস্বস্তি লাগায়। ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো আর মিডফিল্ডার আর্তুরো ভিদালও দলের বাইরে আছেন চোটের কারণেই। বার্সা যেন এখন ছোটখাটো হাসপাতাল!
গত সোমবার অনুশীলনে মেসির চোট ধরা পড়ার পর বেশি অস্বস্তি দেখা গেছে বলে জানিয়েছেন সেই সূত্র। একইদিনে চোট থেকে ফিরে আবারও উঠে গেছেন ডেম্বেলে। সব মিলিয়ে বেশ একটা গুমোট অবস্থা আর চাপা দুশ্চিন্তা বার্সা ড্রেসিংরুমে।
দুই ফরোয়ার্ড বাইরে থাকায় বার্সার নতুন কোচ কিকে সেঁতিয়েনের হাতে গোল করার মতে খেলোয়াড় বলতে কেবল মেসি, অ্যান্টনে গ্রিজম্যান ও আনসু ফাতি। বিকল্প খুঁজতে কোচকে হাত বাড়াতে হচ্ছে ‘বি’ দলের দিকে। যেখান থেকেই খেলোয়াড় আনুন না কেনো, সেই খেলোয়াড় যে আর মেসির পর্যায়ে নন সেটা ভালো জানা সেঁতিয়েনের। আর সবচেয়ে ভালো জানা মেসির নিজেরই। সব বুঝেশুনে তাই কষ্ট সয়ে নতুন কোচকে গুছিয়ে ওঠার সময় দিচ্ছেন অধিনায়ক।
Tag: games
No comments: