Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » আশরাফুল-পিনাকের ব্যাটে পূর্বাঞ্চলের প্রতিরোধ




তিন সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের তোলা ৪৮২ রানের জবাবে দারুণ ব্যাট করছিলেন পিনাক ঘোষ ও মোহাম্মদ আশরাফুল। পূর্বাঞ্চলের দুই ব্যাটসম্যান ওপেনিং ‍জুটিতেই করে ফেলেন ১৪৬ রান। শুরুর মতো অবশ্য দিনের শেষটা হয়নি। দ্বিতীয় দিন শেষে দলটির সংগ্রহ ৫ উইকেটে ২৬৪ রান। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চল পিছিয়ে ১৯১ রানে, হাতে তাদের ৫ উইকেট। নাসির হোসেন ১০ ও জাকির হাসান ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে পিনাক-আশরাফুল জাগিয়েছিলেন সেঞ্চুরির আশা। কাছে গিয়ে সুযোগ হাতছাড়া করেছেন দুজনই। দলীয় সংগ্রহ দেড়শ ছোঁয়ার আগে আশরাফুল ৭১ রান করে আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হন। ১২৩ বলের ইনিংসে ছিল ১২টি চার। বিজ্ঞাপন বিজ্ঞাপন আশরাফুল ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি পিনাক। এ বাঁহাতি ওপেনার ৮০ রান করে ফরহাদ রেজার বলে ক্যাচ তুলে দেন। ১৫৩ বলের ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছয়ের মার। সম্ভাবনাময় দুটি ইনিংস থামার পর ইয়াসির আলি রাব্বি দেখিয়েছিলেন ভালো কিছুর আশা। রাজ্জাকের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে তিনি থামেন ৪৪ রানে। পূর্বাঞ্চলের অধিনায়ক ইমরুল কায়েস ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ১৫ রান করে আউট হন অফস্পিনার মেহেদী হাসানের বলে। আড়াইশ পেরিয়ে দ্বিতীয় দিন শেষ করে দলটি। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেন এনামুল হক বিজয় (১২৯), নুরুল হাসান সোহান (১৫৫) ও মেহেদী হাসান (১১২)। রেজাউর রহমান ও সাকলাইন সজিব নেন তিনটি করে উইকেট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply