নির্বাচনে হেরে গেলে ফলাফল কেউই মানতে চায় না: কাদের
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও কারচুপি মুক্ত হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি। বিএনপির ফলাফল বর্জন নিয়ে বলেন, নির্বাচনে হেরে গেলে ফলাফল কেউই মানতে চায় না।
ওবায়দুল কাদের বলেন, ইভিএমএ কারচুপির কোনো সুযোগ নেই। জনগণ বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে, যার প্রমাণ তাদের হরতাল কর্মসূচি।
এসময় তিনি বিএনপিকে অভিযোগ না করে সংগঠনকে শক্তিশালী করার পরামর্শ দেন এবং মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন।
এছাড়া তিনি জানান, দুই মাসের মধ্যে করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি না ঘটলে চীনের সঙ্গে প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
No comments: