ডোমিঙ্গোর অসন্তোষ প্রকাশ
রাওয়ালপিন্ডি টেস্টের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তবে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতা অসম্ভব নয় বলেও মন্তব্য করেছেন এই দক্ষিণ আফ্রিকান।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ বলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্টেও জেতার সামর্থ্য আছে আমার দলের। কিন্তু এ জন্য তাদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। তবে দলের প্রস্তুতিতে পুরোপুরি সন্তুষ্ট নই। অন্তত এক সপ্তাহ আগে পাকিস্তানে গেলে ভালো হতো। দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলা জরুরি ছিলো। কারণ রাওয়ালপিন্ডির উইকেট পেডস-বাউন্স থাকে।
Tag: games
No comments: