কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ ইরানের স্যাটেলাইট
নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর চেষ্টা চালিয়েছে ইরান। রোববার (৯ ফেব্রুয়ারি) একইদিন নিজ দেশে তৈরি একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর চেষ্টা চালায় তেহরান। তবে তা কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
জাফর-১ নামের এই যোগাযোগ স্যাটেলাইটটিই কক্ষপথে পাঠানোর চেষ্টা করা হয়। ইরানের শামনান প্রদেশের ইমাম খোমেনি মহাকাশ বন্দর থেকে রোববার স্থানীয় সময় সাতটা ১৫ মিনিটে মহাকাশটি উৎক্ষেপণ করা হয়। তবে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, কম গতির কারণে সিমোরগ রকেট স্যাটেলাইটটি মহাকাশে স্থাপন করতে ব্যর্থ হয়।
ইরানের টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘কিন্তু আমরা অপ্রতিরোধ্য! ইরানের আরও উন্নত স্যাটেলাইট আসছে’।
এর আগে নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। সংস্থাটি দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ইঞ্জিন মহাকাশে স্যাটেলাইট পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্বল্প পাল্লার রাদ-৫০০ ক্ষেপণাস্ত্রটি পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
Tag: world
No comments: