উত্তরপ্রদেশে হিন্দু মহাসভার প্রেসিডেন্টকে গুলি করে হত্যা
উত্তরপ্রদেশের হিন্দু মহাসভার প্রেসিডেন্ট রঞ্জিত বচ্চনকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটেছে। সকালে হাঁটার জন্য বাসা থেকে বের হতেই তার মাথা লক্ষ্য করে গুলি করা হয়। লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। হামলাকারীরা বাইকে করে এসেছিল। বাইক থেকেই রঞ্জিত বচ্চনের মাথা লক্ষ্য করে পরপর গুলি করা হয়।
এই ঘটনায় রঞ্জিতের ভাই আদিত্য শ্রীবাস্তবেরও হাতে গুলি লাগে বলে জানিয়েছে পুলিশ। তাদের মোবাইলও ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। কেন হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই হামলায় আহত আদিত্যকে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে রঞ্জিত হিন্দু মহাসভার নেতা হলেও তিনি ছিলেন সমাজবাদী পার্টির সদস্য। তাকে প্রায়ই সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা যেতো। আর তাই রঞ্জিতের হত্যাকাণ্ডের পর যোগী আদিত্যনাথের সরকারের দিকে আঙুল তুলেছে সমাজবাদী পার্টি।
লখনউ পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) নবীন অরোরা বলেছেন, আদিত্য শ্রীবাস্তবই ফোন করে পুলিশকে জানায় তিনি ও রঞ্জিত সকালে হাঁটতে বের হয়েছিলেন। পরিবর্তন চকের কাছে কালো শাল মোড়া দুষ্কৃতীরা তাদের পেছন থেকে আটকায় ও পিস্তল বের করে। এরপরই মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির মধ্যেই বন্দুক থেকে গুলি বেড়িয়ে লাগে রঞ্জিত বচ্চনের গায়ে। ঘটনাস্থলেই মারা যান তিনি। আদিত্যের বাম হাতে গুলি লাগে। আমরা জানতে পেরেছি রঞ্জিত ও তার স্ত্রী কালিন্দি বচ্চন ওসিআর বিল্ডিংয়ে থাকতেন।
Tag: world
No comments: