অল্প সময়ের মধ্যে সীমান্তে হত্যা কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে বাংলাদেশী নাগরীক হত্যা বন্ধে একাধিকবার ভারতের সাথে বৈঠক করা হয়েছে। ভারত সরকার এ বিষয়ে আন্তরিক। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সীমান্তে হত্যা কমে আসবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর এক হেটেলে মানবাধিকার কমিশন আয়োজিত নারী ও শিশু ধর্ষন ও নির্যাতন প্রতিরোধক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যা আমরা সব সময় বলেছি বন্ধ করার জন্য। এটা অনেক কম ছিল। এটা কয়েকদিন ধরে বেড়ে গেছে। এর সংঘত কারণ নিয়ে আমরা আজ করছি। এটা কিভাবে কমিয়ে আনা যায় তা আমরা করব।
এছাড়া তিনি জানান, ঢাকা সিটি নির্বাচনের দিন সাংবাদিক নির্যাতনের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
No comments: