Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পুলিশের অনুরোধে মুহূর্তেই সরে গেলেন বিএনপি নেতারা




কর্মদিবসে রাস্তায় অবরোধ করে অবস্থান নিয়ে যান চলাচল বিঘ্নিত না করার পুলিশি অনুরোধে মুহূর্তের মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরে গেছেন বিএনপি নেতারা। পূর্ব ঘোষিত হরতালের দিন রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পুলিশ তাদের এ অনুরোধ করে। এ সময় তারা কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন। পরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সঙ্গে কথা বলেন পুলিশের কর্মকর্তারা। এ সময় আধাঘণ্টার মধ্যে তাদের সরে যেতে অনুরোধ করে পুলিশ। পুলিশ জানায়, পুলিশ জানায়, অতীতের অভিজ্ঞতায় আশঙ্কা করা হচ্ছে কর্মসূচীর নামে সহিংসতা করতে পারে বিএনপি, সে সুযোগ দেয়া হবেনা, আধাঘন্টা সময় বেঁধে দেয়া হয়েছে। অবস্থান কর্মসূচী পালন করে চলে যাওয়ার অনুরোধ তাদের করা হয়েছে, এর ব্যতিক্রম হলে ব্যবস্থা নেয়া হবে। পরে রুহুল কবীর রিজভী সাংবাদিকদের জানান, বিএনপি কোনো সহিংসতায় বিশ্বাসী নয়। তিনি বলেন, এ মুহূর্তের জন্য তারা অবস্থান কর্মসূচি স্থগিত করছেন। এখন দুপুরের খাবারের সময় এবং নামাজের সময় হওয়ায় আপাতত অবস্থান থেকে সরে গেলেও আবার তারা রাস্তায় অবস্থান নেবেন। পুলিশ আধাঘণ্টার আলটিমেটাম দিলেও দু-তিন মিনিটের মধ্যে সরে গিয়ে নেতারা বর্তমানে দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন। বর্তমানে নয়াপল্টন এলাকাতেও স্বাভাবিক হয়েছে যান চলাচল। এদিকে, ঢাকা দুই সিটির নির্বাচনের ফল প্রত্যাখান করে রাজধানীতে বিএনপির ডাকা হরতালে নয়াপল্টন ছাড়া অন্য জায়গায় বিএনপির নেতাকর্মীদের তৎপরতা দেখা যায়নি। বেলা ১১টার দিকে কর্মসূচিতে যোগ দেন দক্ষিণে পরাজিত বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। এসময় হরতালের সমর্থন ও বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। এর আগে সকাল ৭টায় নয়াপল্টনে বিএনপি কর্যালয়ের সামনে ইভিএমএর প্রতীকী মেশিন পুরিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে দলটি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে। নির্বাচন প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ। হরতালে যেকোন ধরনের পরিস্থিতি মোকাবিলায় নয়াপল্টনসহ রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন পয়েন্টে তল্লাশী চালাচ্ছে পুলিশ। হরতালের নামে কোন নৈরাজ্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর অন্যান্য এলাকার চিত্র সকাল থেকেই স্বাভাবিক ছিল। সকাল থেকে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এছাড়া বিভিন্ন সড়কে প্রতিদিনের মত যানজটও রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply