Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » লালমনিরহাটে তামাক চাষ ঠেকাতে কোন পদক্ষেপই কাজে আসছে না




লালমনিরহাটে তামাক চাষ ঠেকাতে কোন পদক্ষেপই কাজে আসছে না ক্ষতিকর তামাক চাষ ঠেকাতে কোন পদক্ষেপই কাজে আসছে না লালমনির হাটে। বরং ধানের দাম না মেলায় উচ্চমুল্যের ফসল তামাককেই বেছে নিয়েছেন কৃষকরা। কৃষকরা বলছেন, ধানসহ বিকল্প ফসলের ন্যায্য মুল্য পেলে তামাক চাষ ছাড়বেন তারা। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, তামাক চাষে নিরুসসাহী করছেন কৃষকদের। তামাকের এই বিস্তর ক্ষেতের চিত্র উত্তরের জনপদ লালমনিরহাটে। আদিতমারী, কালীগঞ্জ ও সদর উপজেলায় তামাকের আবাদ বাড়ায় কমে গেছে অন্য ফসলের চাষ। কৃষকরা বলছেন, ধান, আলূ, সরিষা এবং গমসহ রবি শস্যে লোকসানের কারনে কৃষকরা ঝুঁকছেন তামাক আবাদে। তারা বলছেন, তামাকজাত কোম্পানীগুলো শুধু সার, বীজ ও কীটনাশক সরবরাহ করছে না, সাথে দিচ্ছেন বেশি দামে তামাক কেনার নিশ্চিয়তা। তাই লাভের আশায় করেছেন তামাক চাষ। তামাকের মাঠ ঘুরে দেখা যায়, শিশুরা কাজ করছেন তামাক ক্ষেতে। এতে শিশুরা শুধু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পরছে না, বাধাগ্রস্থ হচ্ছে তাদের লেখাপড়ারও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, লালমনিরহাটে এবার মোট তামকের চাষ ৯ হাজার হেক্টরের বেশি জামিতে। যা গেল বছরের প্রায় সমান। তবে আদিতমারি ও কালিগঞ্জে তামাকের আবাদ বেড়েছে বলে স্বীকার করেন লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বিধু ভূষন রায়। অন্যান্য ফসলে ন্যা্য্যমূল্য পেলে তামাক আবাদ থেকে সরে আসতে চান, লালমনিরহাটের কৃষকরা। গেল বছর লালমনিরহাটে তামাকের চাষ হয়েছিল ৯ হাজার ৭ হেক্টর জমিতে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply