দেশে ফিরতে চান মোরালেস, প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে
ইভো মোরালেস দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশে ফিরে তিনি আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নিতে চান। আগামী মে মাসে বলিভিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল (রোববার) চিলির একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে মোরালেস বলেন, তিনি আর্জেন্টিনা ছেড়ে নিজের দেশ বলিভিয়ায় ফিরতে চান যদিও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি আর্জেন্টিনায় নির্বাসিত জীবনযাপন করছেন।
জেনিন আনেজ
২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছিলেন মোরালেস কিন্তু দেশটির সেনাবাহিনী এবং বিরোধী দল দাবি করে আসছিল যে, ওই নির্বাচনে কারচুপি হয়েছে। এ নিয়ে বরিভিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তিনি রাজনৈতিক ও সামরিকক চাপে বলিভিয়া থেকে মেক্সিকো চলে যান। দেশ যাতে মারাত্মক রকমের গোলযোগের মধ্যে না পড়ে তিনি মূলত সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেসময়কার সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির পেছনে মার্কিন সরকারের প্রত্যক্ষ হাত ছিল বলে মোরালেস অভিযোগ করেছেন।
বরিভিয়ার এ নেতা অভিযোগ করেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জেনিন আনেজ দেশে সামরিক ক্যু’ করার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, “আগামী তিন মে’র নির্বাচনে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই।”
No comments: